Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৯, ৩০ জুন ২০২৫

আপডেট: ২২:৩১, ৩০ জুন ২০২৫

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দুপুরে উলিপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরওপড়ুন<<>>স্বামীকে বেঁধে শ্রমিকদল নেতার নেতৃত্বে স্ত্রীকে ধর্ষণ

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি একই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নন্দুনেফরা গ্রামের হোসেন আলীর ছেলে। তার বিরুদ্ধে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

‎উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, গ্রেফতার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়