Apan Desh | আপন দেশ

‘আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা’

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৭, ১৮ মে ২০২৫

‘আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা’

ধ্রুবজিৎ কর্মকার

‘সরি মা, বাবা। আমি ধ্রুব জিৎ, সবার কাছে ক্ষমাপ্রার্থী। কার্ডের পিন (.......) টাকাগুলো মা’কে দিয়ে দিও। আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। পরের বার ফার্মেসি নিয়ে পড়বো। এত চাপ আমার পক্ষে নেয়া কোনোভাবেই সম্ভব ছিল না। বিদায়। হরে কৃষ্ণ। সুইসাইড নোটে এসব কথা লিখেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার।

রোববার (১৮ মে) দুপুরে ১টার দিকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অমর একুশে হলের ৩০৭ নাম্বার কক্ষে আত্মহত্যা করেন এ শিক্ষার্থী।

ধ্রুবজিৎ কর্মকার ফেনীর ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মনোতোষ কর্মকার ও সুপ্তা কর্মকার দম্পতির ছেলে। তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩ বর্ষের শিক্ষার্থী ছিল।

আরওপড়ুন<<>>খাদে পড়ে গেল বাস, প্রাণে বাঁচল ৩৫ সাংবাদিক

কলেজের অধ্যক্ষ প্রকৌশলী অধ্যাপক ড. মিজানুর রহমান ধ্রুবজিতের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ওই শিক্ষার্থীর পরীক্ষা ছিল। পরীক্ষার হলে সে নকলসহ ধরা পড়ে। এ সময় দায়িত্বরত শিক্ষকরা তাকে হল থেকে বের করে দেয়। এ ঘটনার পর রুমে গিয়ে আত্মহত্যা করে ধ্রুবজিৎ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সুইসাইড নোটের সত্যতা নিশ্চিত করে তিনি আরও জানান, ধ্রুবজিৎ কিছুদিন ধরেই হতাশাগ্রস্থ ছিল। পরীক্ষায় নকল ধরা পড়ায় হয়ত সে আরও হতাশ হয়ে পড়ে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। ঘটনাটি তার পরিবারকে জানানো হয়েছে।

ধ্রুবজিতের সহপাঠীরা জানান, পরীক্ষার হলে নকল নিয়ে ধরার পড়ার পর বহিষ্কারের ভয়ে স্যারদের পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছিল। এরপরই সে হলে এসে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। এ সময় হলে কেউ ছিল না।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সজীব কুমার বাড়ই বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়