Apan Desh | আপন দেশ

এক ছাগলের ৫ বাচ্চা!

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪০, ১৬ মে ২০২৫

আপডেট: ১৮:৪১, ১৬ মে ২০২৫

এক ছাগলের ৫ বাচ্চা!

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের দেশি ছাগলের ৫টি বাচ্চা জন্ম দিয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের গ্রামের শতশত নারী-পুরুষ ছাগলের বাচ্চাগুলোকে এক নজর দেখতে ছুঁটে যায়। ছাগলের মালিক খয়বর আলী ও সুফিয়া বেগম দম্পতি। স্থানীয় নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকায় তাদের বাড়ি।

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে স্বামী খয়বর আলী স্ত্রী সুফিয়া বেগমকে সংসারে বাড়তি আয়ের  জন্য একটি কালো রংয়ের দেশি ছাগল কিনে দেন। এক বছরের মধ্যে ছাগলটি দুটি বাচ্চার জন্ম দেয়। এভাবে দ্বিতীয় বছরও দুইটি, তৃতীয় বছর দুইটি, চতুর্থ বছর দুইটি বাচ্চা জন্ম দিলেও এ বছর ১১ মে  পঞ্চম বছরে এক সঙ্গে ৫টি বাচ্চার জন্ম দেয়। এক সঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেয়ায় খুশি সফিয়া বেগমসহ পরিবারের সবাই। এ খবর পাড়া প্রতিবেশির মধ্যে জানাজানি হয়। গত চার পাঁচ দিনে পুরো গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় কয়েকজন যুবক ৫ টি বাচ্চার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করলে নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

শুক্রবার (১৬ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদ্য জন্ম নেয়া পাঁচটি ছাগল ছানাগুলো সুস্থ আছে। 

আরও পড়ুন<<>> আ.লী-জাপারা বিএনপির কমিটিতে, কুড়িগ্রামে চার নেতাকর্মীর পদত্যাগ

ছাগলের মালিক সুফিয়া বেগম জানান, দেশি ছাগলের বাচ্চা পাঁচটি হবে এটা কখনো ভাবিনি। সেদিন প্রথমে পর পর দুইটি বাচ্চা হয়। এর কিছুক্ষণ পর পর আবারও তিনটি বাচ্চা হয়। মুহূর্তে মধ্যে পাড়াপ্রতিবেশিরা দেখতে আসেন। এখনো অনেকেই দেখতে আসছেন। তবে আল্লাহর অশেষ রহমতে ৫টি ছাগলের বাচ্চা হওয়ায় আমরা খুবই খুশি। তবে এ বাচ্চা গুলো গত পাঁচ দিন থেকে মায়ের দুধের পাশাপাশি দিনে তিন বেলা ও রাতের ১২ টা পর্যন্ত  তিন বেলা করে দুই কেজি গাভির দুধ খাওয়ানো হচ্ছে। সব সময় বাচ্চাগুলোকে নজরে না রাখলে যেন কোন মুহূর্তে শিয়াল ও বেজির পেটে চলে যাবে। এ দেশি জাতের ছাগলটি পাঁচ বছরে কয়েক বারে মোট ১৩টি বাচ্চার জন্ম দিয়েছে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী জানান, শুনেছি গত ১১ মে আমার বাড়ির পাশের  কৃষক খয়বর আলীর একটি দেশি ছাগলের এক সঙ্গে ৫টি বাচ্চা হয়েছে। শুনছি এখনো বাচ্চাগুলোকে দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। তবে আগে কখনও আমাদের এলাকায় এক ছাগলের ৫টি বাচ্চা হওয়া দেখিনি আবার শুনার খবরও পায়নি।

ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, দুই, তিনটি পর্যন্ত স্বাভাবিক ভাবে ছাগলের বাচ্চা হয়ে থাকে। চারটি পর্যন্ত ছাগলের বাচ্চা জন্ম নেয়া স্বাভাবিক হলেও এর সংখ্যা কম। তবে এক সঙ্গে পাঁচটি ও ছয়টি বাচ্চা জন্ম নেয়া একটু ব্যতিক্রম হলেও অস্বাভাবিক কিছু নয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়