
ছবি: আপন দেশ
‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে’—এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম সদরে বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে কুড়িগ্রাম পৌরসভার উত্তর ভেলাকোপা বাঁধ সংলগ্ন শিমুলতলা মাঠ গ্রামে এ কর্মসূচির আয়োজন করে তারুণ্যের উচ্ছ্বাস নামক মানবিক যুব সংগঠন। কর্মসূচি বাস্তবায়নে আরডিআরএস বাংলাদেশ-এর চাইল্ড, নট ব্রাইড প্রকল্পকে সহযোগিতা করে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।
ক্যাম্পেইনে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শতভাগ শিশুর জন্মনিবন্ধন, ও বিবাহ রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা, ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বাল্যবিয়ের কুফল নিয়ে নাটিকা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর রোশনা খাতুন ও সভাপতিত্ব করেন তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি জীবন কুমার সেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—গোলাম মোস্তফা সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মো. আজগর আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, মোছা. বিবিজন খাতুন, সহযোগী ফিল্ড ফ্যাসিলিটেটর, মিনহাজুল ইসলাম, কোষাধ্যক্ষ, তারুণ্যের উচ্ছ্বাস, মরিয়ম আক্তার মুক্তা, সাধারণ সম্পাদক, এরশাদুল হক, উপদেষ্টা, অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সদস্যরা বাল্যবিয়ে বিরোধী নাটিকা ‘সর্বনাশা বাল্যবিয়ে’ মঞ্চস্থ করেন। যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।