Apan Desh | আপন দেশ

 ১৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৬, ১৯ এপ্রিল ২০২৫

 ১৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার 

ছবি : আপন দেশ

চট্টগ্রামে রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ছয় মাস বয়সী শিশু সেহরিসের মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় ওই শিশু, তার মা ও দাদি অটোরিকশা থেকে নালায় পড়ে যায়। পরে মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় ৬ মাসের শিশু সেহরিস। এরপর থেকেই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু হয়।

শিশুটিকে উদ্ধারে শুক্রবার রাত থেকেই কাজ শুরু করে সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। শনিবার সকালে বিশেষ ডুবুরি দলের সাহায্যে চিরুনি অভিযান শুরু করে নৌবাহিনী। এরই মধ্যে চাক্তাই খালে শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 

জানা গেছে, দুর্ঘটনার পর রিকশাচালক পালিয়ে যায়। দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনাটি ঘটে। খবর পেয়ে চসিকের পরিচ্ছন্ন কর্মী এবং ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

শিশুটির মামা মারূফ গণমাধ্যমকে জানান, আসাদগঞ্জ থেকে চেহরিসকে নিয়ে তার মা ও দাদি তার (মারূফ) বাসায় বেড়াতে আসছিল। বাড়ির কাছে এসে রাস্তায় পানি থাকায় রিকশা নেয় তারা। কিন্তু, নালার পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলার কারণে তারা রিকশা নিয়ে নালায় পড়ে যায়। পরে চেহরিসের মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করা গেলেও চেহরিস হারিয়ে যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়