
ছবি: আপন দেশ
তিন দিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীসহ ৬ জনের। তাদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালালেও এখনো খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকে জেলা সদরের পানখাইয়াপাড়া, মধুপুর ও আশপাশের এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, ওই ঘটনায় অপহৃতদের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় লিখিত অভিযোগ দেয়া হয়নি।
আরওপড়ুন<<>>প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃতদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। অপহরণকারীরা যেসব এলাকায় লুকিয়ে থাকতে পারে, সেসব স্থানে তল্লাশি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতাসহ পাঁচ শিক্ষার্থীসহ ৬ জন অপহৃত হন। ঘটনার জন্য ইউপিডিএফকে (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দায়ী করছে প্রতিদ্বন্দ্বী সংগঠন জেএসএস। তবে ইউপিডিএফ পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।