Apan Desh | আপন দেশ

আবু সাঈদ হত্যার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামলাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আবু সাঈদ হত্যার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ

সারাদেশে চলমান ডেভিল হান্ট অভিযানে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে জামালপুরের ইসলামপুর পৌর এলাকার গঙ্গাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আকাশকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ওই ছাত্রলীগ নেতা নিজ এলাকায় এসে আত্মগোপনে থাকে। তিনি আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে রংপুর থানা পুলিশ ও পিবিআই।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, গ্রেফতার ছাত্রলীগ নেতা আকাশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

অপরদিকে, অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে গ্রেফতার করেছে পুলিশ।

আপন দেশ/এমএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়