আপন দেশ
নোয়াখালীর সদর উপজেলা থেকে মুর্শিদা বেগম (৫২) এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) উপজেলার নিত্যানন্দপুর গ্রামের ছমি হাজীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।
গ্রেফতার স্বামী মো.বাচ্চু মিয়া (৬৫) উপজেলার কাদির হানিফ ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের মৃত আলাম মিয়ার ছেলে। বাচ্চু মিয়া তার স্ত্রী মুর্শিদা বেগমের ৪ ছেলে রয়েছে।
ওসি মীর জাহেদুল হক বলেন, শনিবার (৫ অক্টোবর) পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মুর্শিদাকে গলা কেটে হত্যা করে স্বামী বাচ্চু মিয়া। পরদিন সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে।
স্থানীয়রা জানান, সকালে আমেনা বেগম নামের এক প্রতিবেশী মুর্শিদার গলাকাটা লাশ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মুর্শিদার মরদেহ উদ্ধার করে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































