Apan Desh | আপন দেশ

বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে দুইজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫২, ১৩ আগস্ট ২০২৪

বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে দুইজনের মৃত্যু

ফাইল ছবি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে আদিবাসী নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার কুচদহ ইউনিয়নের পাঠকপাড়া গ্রামের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার খালিপপুর গ্রামের পেশকার আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০) ও মিঠাপুকুর উপজেলার চকগোপালপুর গ্রামের শুকুপাহানের স্ত্রী শারতি পাহান (৪৮)।

স্থানীয়রা জানায়, মালভবানি টাটকপুর এলাকার এক আদিবাসীর মেয়ের বিয়ের আয়োজন চলছিল। অনুষ্ঠানে বাড়ির পাশে রাতের আঁধারে মদ্যপান করেন নিহতরা। নেশাগ্রস্ত অবস্থায় ওই স্থানে থাকা একটি পরিত্যক্ত পানিভর্তি ডোবায় তারা পড়ে যান। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক জানান, ধারণা করা হচ্ছে তারা দুজনই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় ডোবায় পড়ে মারা গেছেন। একটি দেশীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা