প্রতীকী ছবি, সংগৃহীত
রাজশাহীতে বিষধর রাসেল ভাইপার সাপের ছোবলে মো. সানাউল্লাহ নামের এক লিচু চাষির মৃত্যু হয়েছে।
নিহত সানাউল্লাহ (৩৫) পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি লিচুর বাগান করতেন।
জানা যায়, শনিবার সকালে লিচু বাগানে কাজ করার সময় রাসেল ভাইপার তার পায়ে ছোবল বসায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্হব্যরত চিকিৎসক সানা্মউল্লাকে মৃত ঘোষণা করেন।
নগরীর রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান, এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। যেহেতু সাপে কাটার ফলে মৃত্যু হয়েছে, তাই জরুরি বিভাগ থেকে সানাউল্লাহর মরদেহ তাৎক্ষণিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































