Apan Desh | আপন দেশ

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর

নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ১৭ মে ২০২৪

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর

প্রতীকী ছবি

এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শুক্রবার তিনি অজ্ঞাতপরিচয় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনা নারায়ণগঞ্জের আড়াইহাজারের।

থানার ওসি আহসান উল্লাহ জানান, পূর্বশক্রতা থেকে এ  ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। আসামিদের ধরতে অভিযান চলছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে।

এজাহারে ওই তরুণী জানিয়েছেন, বুধবার গভীর রাতে আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকায় অজ্ঞাতপরিচয়ের ৫-৬ যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে হাত-পা বেঁধে তাঁকে ধর্ষণ করে।

ভুক্তভোগী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নদীভাঙনে মেঘনায় ঘরবাড়ি বিলীন হলে চার মাস আগে মুন্সীগঞ্জ থেকে আড়াইহাজারের চামুরকান্দি এলাকায় ৪ শতাংশ জমি কিনে বাড়ি করে তরুণীর পরিবার। স্থানীয় কিছু বখাটের নজর পড়ে। নানা অজুহাতে তারা বাড়িতে ঢুকে তরুণীর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করত। বখাটেদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে দেখে নেয়ার হুমকি দেয়। তরুণীর পরিবার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জানালে তারা ক্ষুব্ধ হয়।

বুধবার রাত আড়াইটার দিকে জোর করে ওই তরুণীর বাড়িতে যায় ৬-৭ বখাটে। দেশি অস্ত্রের মুখে তুলে এনে পাশেই তরুণীর এক আত্মীয়ের খালি ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় তরুণীর মাকেও বখাটেরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয় কাউন্সিলর মমিনুল হক শুভ বলেন, তরুণীর বাড়ির আশেপাশে বখাটেরা আড্ডা দিত। রাতভর নেশা ও জুয়া নিয়ে মেতে থাকত। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়