Apan Desh | আপন দেশ

হিলি বন্দরে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

হিলি বন্দরে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়

ছবি: সংগৃহীত

চলতি ও গত অর্থবছরে হিলি স্থলবন্দরে আমদানি হয়েছে ১২ লাখ ১৭ হাজার ৯৩৯ টন ভারতীয় পণ্য। এ থেকে দুই অর্থবছরে সরকার রাজস্ব পেয়েছে ৫৪১ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৯৭৫ টাকা। বন্দরের কাস্টমস বিভাগের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানিয়েছেন। 

তিনি জানান, ২০২২-২৩ অর্থবছরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ১৩৬ টন পণ। আর এ থেকে সরকার রাজস্ব পেয়েছেন ২৩৭ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৯৫৬ টাকা। চলতি অর্থবছরে গত ৩১ জানুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে ৪ লাখ ২৯ হাজার ৮০৭ টন পণ্য। সরকার রাজস্ব পেয়েছেন ৩০৪ কোটি ৬ লাখ ৩ হাজার ৯১৯ টাকা। 

চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩০০ কোটি ৫ লাখ টাকা। সে হিসেবে অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে ৪ কোটি ১ লাখ ৩ হাজার ৯১৯ টাকা। ভারত থেকে এই বন্দরে পণ্য আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে। আমদানি-রফতানি বাড়লে রাজস্বও বৃদ্ধি পাবে, বলে আশা রাখেন ডেপুটি কমিশনার।

আরও পড়ুন>> দিনাজপুর পাসপোর্ট অফিস চারদিন ধরে তারা ঝুলছে

মো. বায়জিদ হোসেন বলেন, বর্তমানে এ বন্দর দিয়ে পণ্য আমদানির জন্য ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে। পণ্য আমদানিতে যেন অনিয়মতান্ত্রিক বোন হয়রানি না হন, সে বিষয়টি কাস্টমস বিভাগ নিশ্চিত করেছে। গত ও চলতি অর্থবছরে এ বন্দরে যারা পন্য আমদানিতে হয়রানির চেষ্টা করেছে, তাদের আইনের আওতায় সোপর্দ  করা হয়েছে। আগামীতেও ব্যবসায়ীদের সুবিধার্থে কাস্টমস বিভাগ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন জানান, বর্তমান সরকারের আমলে হিলি স্থলবন্দর দিয়ে শান্তিপূর্ণভাবে তাদের ব্যবসা কার্যক্রম করতে পারছে। আগামীতে এই অবস্থা চলমান থাকলে এ বন্দর দিয়ে ব্যবসায়ীরা আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সক্ষম হবে। ফলে সরকার লক্ষ্যমাত্রা অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারবেন।

আপন দেশ/এম/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা