ছবি : আপন দেশ
পৌষের মাঝামাঝিতে এসে সারাদেশে যেন জেঁকে বসেছে শীত। রাজধানী ঢাকাতেও দাপট দেখাতে শুরু করেছে শীত। রোববার (২৮ ডিসেম্বর) সারাদিনে একবারও সূর্যের দেখা মেলেনি। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। কনকনে ঠান্ডা বাতাসে রাজধানীবাসীর ভোগান্তি আরও বেড়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারেও বলে জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পরতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আরও পড়ুন<<>>ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ
এদিন সকালে কাজে বের হয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রহিমা বলেন, হালকা কাপড় পরে ময়লা পরিষ্কার করা খুব কষ্টকর। বারবার ঠান্ডা পানি দিয়ে হাত পরিষ্কার করতে হচ্ছে। এতে হাত জমে যাচ্ছে। মনে হচ্ছে বরফের মধ্যে বসে আছি।
অটোরিকশাচালক আরিফুল বলেন, সূর্য উঠবে ভেবে বের হয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত সূর্য ওঠেনি কুয়াশার কারণে। রিকশা চালাতে গেলে যে ঠান্ডা বাতাস লাগে, তাতে হাত-পা দুটোই জমে যায়। এ কষ্ট দিনে দুই বেলা করা সম্ভব না। তাই দুপুরের পর আর কাজ করবো না বলে ঠিক করেছি। আজ রোজগার কম হলেও কিছু করার নেই। শীতের মধ্যে এত কষ্ট করা যায় না।
এদিকে সকাল ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এছাড়া রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৯০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































