Apan Desh | আপন দেশ

ঢাকাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩০, ১৭ নভেম্বর ২০২৫

ঢাকাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে

ফাইল ছবি

ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টা থেকে আগামী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজধানী ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন<<>>শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

এছাড়া সারাদেশের জন্য দেয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকবে। সারাদেশেই রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়