Apan Desh | আপন দেশ

মালদ্বীপে এনআইডি নিবন্ধন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০, ৫ নভেম্বর ২০২৫

মালদ্বীপে এনআইডি নিবন্ধন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

ছবি: আপন দেশ

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ মঙ্গলবার (০৪ নভেম্বর) একটি মতবিনিময় সভার আয়োজন করেছে। 

বুধবার (০৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান।

আরও পড়ুন<<>>মানবাধিকার রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে সুরক্ষা দেয়: কাদের গনি চৌধুরী 

সভায় বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আসা ৬ সদস্যের টেকনিক্যাল টিমের প্রধান উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়ার বিস্তারিত ধাপগুলো, প্রয়োজনীয় কাগজপত্র এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি উপস্থাপন করেন। মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসীরা তাদের মূল্যবান মতামত ও পরামর্শ দেন এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে নানামুখী প্রশ্ন উত্থাপন করেন। এসময় তিনি উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়ে উত্থাপিত প্রশ্নের সন্তোষজনক উত্তর দেন। 

সভায় বক্তারা উল্লেখ করেন, জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের নাগরিকের একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ দলিল, যা নাগরিক শনাক্তকরণ থেকে শুরু করে ভোটার হওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য। তাই মালদ্বীপে অবস্থানরত যেসব প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আহবান জানানো হয়।

পরে কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হয়।  

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদেরকে নাগরিক হয়ে গড়ে ওঠার জন্য গুরুত্বারোপ করেন। নাগরিক অধিকার ও পরিচয়ের প্রথম ধাপ জাতীয় পরিচয়পত্র। তিনি আশা করেন, এই কার্যক্রমের ফলে মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন। বিশেষত, আগত জাতীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতেও এ নিবন্ধন কার্যক্রম সহায়ক হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আসা কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং উপস্থিত সবাইকে এ বিষয়টি প্রচারের জন্য অনুরোধ করেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়