Apan Desh | আপন দেশ

সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহবান বাংলাদেশ দূতাবাসের

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ১৭ ডিসেম্বর ২০২৪

সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহবান বাংলাদেশ দূতাবাসের

ছবি: ইন্টারনেট

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতারণা থেকে মুক্তি পেতে সৌদি প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তাদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে, কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, জন্মনিবন্ধন ও বিভিন্ন সার্টিফিকেটের জন্য ফরম পূরণ, বাংলাদেশ দূতাবাস রোমের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণসহ বিভিন্ন সার্ভিসে সহযোগিতা করা হবে মর্মে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে দূতাবাসের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই।

এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। এ ছাড়া এ বিষয়ে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহবান জানাচ্ছে দূতাবাস।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়