Apan Desh | আপন দেশ

গুন্ডামি-মাস্তানি করে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ শেষ: নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৭, ২০ নভেম্বর ২০২৫

গুন্ডামি-মাস্তানি করে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ শেষ: নুর

ছবি: নুরুল হক নুর

গুন্ডামি-সন্ত্রাস করে আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। কেন্দ্র দখল করে জনগণের ভোট ছাড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা এমপি হওয়ার সুযোগ আর থাকবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচন ঐতিহাসিক উল্লেখ করে ভিপি নুর বলেন, আগামীতে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে এগোবে। গত ৫০ বছরের রাজনীতিতে আমরা দেখেছি ধর-মার-খা সংস্কৃতি। যারা জনপ্রতিনিধি হন, তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে লুটপাট করেন। একটি মসজিদের জন্য তিন লাখ টাকার বরাদ্দ এলে সেখানে দেড় লাখ টাকা দেয়া হয়। রাস্তার জন্য ২ কোটি টাকার বরাদ্দ এলে বাস্তবে এক কোটি টাকার কাজও হয় না। 

আরও পড়ুন<<>>গণতন্ত্রের প্রাণভোমরা আবারও পুনরুজ্জীবিত হয়েছে: রিজভী

গণঅধিকার পরিষদের বাঁশবাড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব ইমরান হাওলাদারের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আহবায়ক মফিজুর রহমান মাহফুজ। এসময় স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভিপি নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এ আসনে এখনও বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। গুঞ্জন রয়েছে, জোট গঠিত হলে এ আসনটি বিএনপি ভিপি নুরের জন্য ছেড়ে দিতে পারে। এ আসনে তার নিকটতম সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়