Apan Desh | আপন দেশ

নুরের অবস্থা আশঙ্কাজনক: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩১, ৪ সেপ্টেম্বর ২০২৫

নুরের অবস্থা আশঙ্কাজনক: রাশেদ খান

ছবি: আপন দেশ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ভালো নয়। এমনটাই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রাশেদ খান বলেন, নুরের অবস্থা আশঙ্কাজনক। তার মাথা ঘোরে ও নাক দিয়ে রক্ত পড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করছে। আশা করা যায়, এক সপ্তাহের মধ্যেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।

রাশেদ খান এ ঘটনার বিচার দাবি করেন। তিনি জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এমন হামলা সম্ভব নয়। এ কারণে গণঅধিকার পরিষদ মনে করে, এ উপদেষ্টাকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে।

আরও পড়ুন>>>‘সর্বোচ্চ আদালতে প্রমাণিত হয়েছে তারেক রহমান সম্পূর্ণ নির্দোষ’

রাশেদ খান বলেন, নুরের ওপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। সরকার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, নেতারা নুরকে হাসপাতালে দেখতে এসেছেন। যারা খোঁজ খবর নিয়েছেন, তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের মতো 'জাতীয় পার্টি' ও '১৪ দল'কেও নিষিদ্ধ করা উচিত। কারণ, তারা 'ফ্যাসিবাদ'-এর সহযোগী। সরকার এ হামলার বিচার করতে হবে। 

রাশেদ খান বলেন, হামলার ছয় দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ফুটেজ থাকা সত্ত্বেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়টি সরকারের জন্য অত্যন্ত লজ্জাজনক।

রাশেদ খান আরও বলেন, নুরের যে সমস্যাগুলো নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেগুলো এখনো কাটেনি। তার নাক ও কাশির সঙ্গে রক্ত ঝরছে। তার মস্তিষ্কে আঘাত করা হয়েছে। তিনি মনে করেন, নুরকে সুস্থ দেখানোর একটি চেষ্টা চলছে। তবে এমন চেষ্টা করে কোনো লাভ হবে না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়