Apan Desh | আপন দেশ

চার বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয় রহস্যজনক: নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৭, ১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫৭, ১ নভেম্বর ২০২৫

চার বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয় রহস্যজনক: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

অতি সম্প্রতি দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের ভূমিধস জয়কে রহস্যজনক বলে মন্তব্য করেছেন সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (০১ নভেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) ও জার্মানভিত্তিক সংস্থা ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের চেয়ারম্যান জিল্লুর রহমান।

নুর বলেন, এক সময় ছাত্রদল বা শিবিরের মতো সংগঠনগুলো ক্যাম্পাসে প্রবেশ করতে পারত না, প্রকাশ্যে পরিচয়ও দিতে পারত না। শিবির তো কার্যত নিষিদ্ধই ছিল। অথচ এখন চারটি বিশ্ববিদ্যালয়ে তাদের একক আধিপত্য দেখা যাচ্ছে, যা আমার কাছে বেশ অস্বাভাবিক।

তিনি আরও বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের ব্যাপক জয় হয়েছে। 

অনেকে বলছেন, যারা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তারাও মূলত একই রাজনৈতিক প্রভাবের আওতায়। প্রশ্ন হলো, শিক্ষিত তরুণরা কেন তাদের ভোট দিলো?”

আরও পড়ুন<<>>জুলাই সনদ নিয়ে প্রতারণা, সরকারের দিকে মান্নার আঙুল

নুরুল হক নুরের বিশ্লেষণ অনুযায়ী, শিবিরের এ উত্থানের পেছনে রয়েছে তাদের তথাকথিত ‘কল্যাণভিত্তিক রাজনীতি। সংগঠনটি শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ও সুবিধা দিয়ে থাকে। 

তিনি উল্লেখ করেন, শোনা যায়, কিছু হাসপাতালের সঙ্গে তারা এমন চুক্তি করেছে যাতে তাদের সদস্যদের পরিবার স্বল্প খরচে চিকিৎসা নিতে পারে।

নুর তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, যেভাবে গ্রামের ভোটে কিছু অর্থের বিনিময়ে মানুষ ভোট দেয়, তেমনি যদি উচ্চশিক্ষিত তরুণরাও সুবিধা বা সম্পর্কের বিনিময়ে ভোট দেয়, তাহলে সেটা সমাজের জন্য উদ্বেগজনক।

সংলাপে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়