Apan Desh | আপন দেশ

খাগড়াছড়িতে ‘বনভান্তে ধম্মা হল’ দানানুষ্ঠান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১০:২০, ৭ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে ‘বনভান্তে ধম্মা হল’ দানানুষ্ঠান

খাগড়াছড়িতে ‘বনভান্তে ধম্মা হল’ দানানুষ্ঠানে হাজারও বৌদ্ধ নর-নারী অংশ নেন।

খাগড়াছড়িতে দেশ ও বিশ্বশান্তি তথা সব প্রাণীর হিতসুখ মঙ্গল কামনায় ‘বনভান্তে ধম্মা হল’ উৎসর্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরু আর্য শ্রাবক বনভান্তের নামে অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বর্ণাল গ্রামে ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। এটি দিনব্যাপী চলার ব্যবস্থা করা হয়।

সকালে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে ‘বনভান্তে ধম্মা হল’ উৎসর্গ, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিক্কার, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দান ও স্বধর্ম শ্রবণসহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অনুষ্ঠানের সংঘ প্রধান বৌধিপাল মহাস্থবির ভান্তে।
 
এছাড়া ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙ্গামাটির রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তে, ইটছড়ি মৈত্রীপুর ভাবনা কুঠিরের বিহারধ্যাক্ষ বিমলানন্দ মহাস্থবির ভান্তে।
 
এ সময় গরগয্যাছড়ি ক্ষান্তিপুর বনবিহারের বিহারধ্যাক্ষ আর্যবোধি মহাস্থবির ভান্তে, গোলাবাড়ী আর্য অরণ্য ভাবনা কুঠিরে বিহারধ্যাক্ষ জ্ঞান আনন্দ স্থবির ভান্তেসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ৪৪ জন বৌদ্ধ ভিক্ষু ও ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ির বিভিন্ন এলাকার দেড় হাজারের অধিক বৌদ্ধ নর-নারী অংশ নেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়