Apan Desh | আপন দেশ

খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১২:০০, ২১ জুলাই ২০২৫

আপডেট: ১২:০৩, ২১ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার

ছবি: আপন দেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২১ জুলাই) ভোরে মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযান চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ অন্যন্য সরঞ্জামাদি উদ্ধার করে বিজিবি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গার সীমান্তবর্তী পুং পাড়া ইউনিয়নের তং পাড়া এলাকায় যামিনী পাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সঙ্গে ইউপিডিএফ মূল সংগঠনের (প্রসীত) গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় অভিযান চালায় ঘটনাস্থল অস্ত্র-গুলিসহ ইউপিডিএফর ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আরওপড়ুন<<>>গোপালগঞ্জে কারফিউ-১৪৪ ধারা প্রত্যাহার

বিজিবি জানায়, মাটিরাঙ্গার সীমান্তবর্তী পুং পাড়া ইউনিয়নের তং পাড়া এলাকায় যামিনী পাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সঙ্গে ইউপিডিএফ মূল সংগঠনের (প্রসীত) গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। এ সময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুটি রাইফেল, একটি পিস্তল, একটি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন। তবে সন্ত্রাসীদের কাউকে করা যায়নি।

মাটিরাঙ্গা ২৩ বিজিবির যামিনীপাড়া জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়