Apan Desh | আপন দেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস’র গোলাগুলি, নিহত ৪

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৫, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ১৫:১৬, ২৬ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস’র গোলাগুলি, নিহত ৪

প্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগিুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে।

দীঘিনালা উপজেলার বাবুছড়ায় ইউনিয়নের নারাইছড়ির জোড়া সিন্ধু কার্বারি পাড়া এলাকায় শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নাড়াইছড়ির দুর্গম জোড়া সিন্ধু কার্বারিপাড়ায় পাহাড়ের দুই আঞ্চলিক জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরওপড়ুন<<>>রাস্তায় নৌকা ঝুলিয়ে গ্রেফতার আ. লীগ কর্মী

গোলাগুলির সত্যতা নিশ্চিত করলেও দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, হতাহত কারো পরিচয় জানা যায়নি। এমনকি বর্তমানে ঘটনাস্থলে কোনো মরদেহও নেই বলে জানা গেছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেলেও হতাহতের খবর নিশ্চিত নয়। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, শুক্রবার রাতে ওই এলাকায় কিছু সমস্যা হয়েছে বলে শুনেছি। তবে হতাহতের খবর সঠিক নয়।

তবে, স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়