Apan Desh | আপন দেশ

মেডিকেল রির্পোটে মারমা কিশোরীকে ‘ধর্ষণের আলামত’ মেলেনি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫২, ১ অক্টোবর ২০২৫

মেডিকেল রির্পোটে মারমা কিশোরীকে ‘ধর্ষণের আলামত’ মেলেনি

ফাইল ছবি

খাগড়াছড়িতে মারমা কিশোরীর মেডিকেল রির্পোটে ধর্ষণের আলামত মেলেনি। গাইনোকোলজিস্টসহ তিন চিকিৎসকের করা মেডিকেল রির্পোটের ১০টি সূচকের সবকটি স্বাভাবিক এসেছে। এতে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি।

ধর্ষণের আলামত পরীক্ষার তিন চিকিৎসক দলের নেতৃত্ব দিয়েছেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক গাইনী বিশেষজ্ঞ ডা. জয়া চাকমা। বোর্ডের অপর দুই সদস্য হলেন- একই হাসপাতালের চিকিৎসক মোশাররফ হোসেন ও নাহিদা আক্তার। জয় চাকমা জানান, ওই ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন নেই। তিনি বলেন, আমরা মেডিকেলে রির্পোট জমা দিয়েছি। সব পরীক্ষানিরীক্ষা করেছি। কিন্তু আসলে ধর্ষণের কোন আলামত পাইনি। 

স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে দেখা গেছে আলামত পরীক্ষার ১০টি সূচকের সব কটিতে স্বাভাবিক লেখা রয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে। খাগড়াছড়ির সিভিল সার্জন ছাবের আহম্মেদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন<<>>খাগড়াছড়িতে পাহাড়িদের অবরোধ-সহিংসতা

এদিকে কিছুক্ষণ আগে জানা গেছে, খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সংগঠনের নামে খোলা ফেসবুক পেজে এ তথ্য জানায় সংগঠনটি। সংগঠনটি জানায়, প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। 

তবে প্রশাসনের কাছে উপস্থাপিত আট দফা দাবি যদি যথাযথভাবে পূরণ না করা হয়, আবারও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এর আগে, পাহাড়ি ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে এর প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিলো। 

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর ধর্ষণের খাগড়াছড়িতে অজ্ঞাত তিন আসামির বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ আনা হয়। পরে এ ঘটনায় শয়ন শীল নামে এক তরুণকে আটক করে রিমান্ডে নেয়া হয়। অন্য দুই আসামি গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, অবরোধে সহিংসতা মারা যায় ৩ জন। খাগড়াছড়িতে জারি করা হয় ১৪৪ ধারা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়