Apan Desh | আপন দেশ

১৪৪ ধারায় থমথমে খাগড়াছড়ি, সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

১৪৪ ধারায় থমথমে খাগড়াছড়ি, সড়ক অবরোধ চলছে

ছবি : আপন দেশ

পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’–এর ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে শহরে যান চলাচল বন্ধ, অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা, পৌরসভা এলাকা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে পাহাড়িদের অভিযোগ, ১৪৪ ধারা জারির পরও তাদের ওপর হামলা হয়েছে। এর প্রতিবাদে চার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করা হয়।

চার দফা দাবি
১. ধর্ষণের ঘটনায় জড়িত অন্য দুই আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি
২. জুম্ম ছাত্র-জনতার সমাবেশে হামলাকারীদের বিচার
৩. আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা
৪. হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

আরও পড়ুন<<>>ধর্ষকদের গ্রেফতারের দাবিতে পাহাড়ে সড়ক অবরোধ

জুম্ম ছাত্র-জনতার মুখপাত্র দ্বীপায়ন ত্রিপুরা জানিয়েছেন, অবরোধে জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না। তিনি বলেন, সাধারণ জনগণের দাবিতে আবারও অবরোধের ডাক দেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হবে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আবদুল বাতেন জানিয়েছেন, বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে, কোথাও পিকেটিং দেখা যায়নি। তবে উপজেলায় কিছু এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত শয়ন শীলকে আটক করেছে পুলিশ, তাকে ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে। খাগড়াছড়ির শনিবারের অবরোধ ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়