
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস নয়। কেউ তাদের পুনর্বাসন করতে চাইলে বাধা দেয়া হবে। বলেছেন, বিএনপির স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আরওপড়ুন<<>>জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ
আওয়ামী লীগের হাতে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বলেও মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, দলটি খুন-গুম কিছুই বাদ রাখেনি।
সংস্কারের বিষয়ে বিএনপির এ নেতা বলেন, যতটুকু সংস্কার প্রয়োজন, অধ্যাদেশ জারি করে তা এখনই করে ফেলা যায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কোনো বাধা নেই।
ডিসেম্বরের পর নির্বাচন নিতে চাইলে সরকারকে তার সুনির্দিষ্ট ব্যাখা দিতে হবে জানান তিনি। কোনো দলকে শক্তিশালী বা জোট করার সুবিধা দিতে নির্বাচন পিছিয়ে দিতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলে দাবি করেন নজরুল ইসলাম খান।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।