Apan Desh | আপন দেশ

শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার চান মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৯, ৯ জুলাই ২০২৫

শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার চান মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গত বছরের জুলাই আগস্টে গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (০৯ জুলাই) আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলে পড়েছে বিএনপি। আর সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনার নয়, আওয়ামী লীগেরও দলীয়ভাবে বিচার হওয়া উচিত।

গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে অভিযোগ করে তিনি বলেন, দেশে হাজার মানুষ হত্যার দায় নিয়ে ১১ মাস আগে ভারতে পালিয়ে যান জনরোষে পদচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। এত দীর্ঘ সময় পরও শেখ হাসিনা ও তার দলের বিচার না হওয়া দুঃখজনক।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। জনগণ একটি সুষ্ঠু নির্বাচন চায়। যারা নির্বাচন পিছিয়ে দেয়ার কথা বলছেন, তাদের আরও গভীরভাবে চিন্তা করা উচিত।

একই সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়