
রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি দেশটিতে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহবান জানিয়েছে।
মঙ্গলবার (১৩ মে) নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে যেভাবে গণতান্ত্রিক অধিকার হ্রাস পাচ্ছে ও রাজনৈতিক পরিসর সংকুচিত হচ্ছে, তা আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা বাংলাদেশে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক (ইনক্লুসিভ) নির্বাচন অনুষ্ঠানের পক্ষে জোরালো সমর্থন জানাই।
রণধীর জয়সওয়াল আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাসী দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবেই এসব বিষয়ে সজাগ ও উদ্বিগ্ন। আমাদের অবস্থান স্পষ্ট—বাংলাদেশে যেন জনগণের স্বাধীন মতপ্রকাশ ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।