Apan Desh | আপন দেশ

বিএনপি-আ. লীগ নেতা মিলে চাঁদাবাজি, থানায় অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪০, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৪০, ১০ জুলাই ২০২৫

বিএনপি-আ. লীগ নেতা মিলে চাঁদাবাজি, থানায় অভিযোগ

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি ও আওয়ামী লীগ নেতা মিলে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দা‌বির অ‌ভিযোগ উঠেছে। বুধবার (০৯ জুলাই) ভুক্তভোগী ওই ব্যবসায়ী এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযুক্তরা হলেন, বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ ও বন্দবেড় ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন।

ভুক্তভোগী মোতালেব হোসেন উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী।

লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোতালেব হোসেন সিটি ব্যাংকের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছেন। মঙ্গলবার (০৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ ও বন্দবেড় ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন তাকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ওই ব্যবসায়ীকে গালিগালাজ করেন।

এসময় তার চিৎকারে জিয়াউর রহমানসহ কয়েকজন তাকে রক্ষা করেন এবং স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। বুধবার তিনি রৌমারী থানায় অভিযোগ করেন। এ ঘটনার সি‌সিটি‌ভি ফু‌টেজ সংরক্ষণ আছে বলেও জানান ওই ব্যবসায়ী।

এ বিষয়ে অভিযুক্ত বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মনিবুর রহমান মামুন বলেন, ‌‘হাট-ঘাটটি আমার নামে। মোতালেব ও তার ভাই ট্রলার দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছেন। ঘাটের টোল আদায়ের টাকার জন্য সিটি ব্যাংকে গেলে তিনি আমাদের উল্টো গালিগালাজ কর‌তে থা‌কেন।

রৌমারী থানার ওসি বিকাশ চন্দ্র রায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়