
ছবি: সংগৃহীত
ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেন লিটন দাস-শামীম হোসেনরা। মিডল অর্ডারের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৭ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে টাইগাররা।
রোববার (১৩ জুলাই) ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক লিটন দাস তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৫ বলে ৩১ রান করে হৃদয় ফিরলে ভাঙে সে জুটি।
আরওপড়ুন<<>>উইম্বলডনের নতুন রানি শিয়নটেক
সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে রান খরায় ভুগছেন লিটন দাস। ধারবাহিক ব্যর্থতায় অধিনায়কের একাদশে অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠছিল! অবশেষে রানের দেখা পেলেন লিটন দাস। তিনে নেমে দলের হাল ধরেন। ৭ রানে দুই উইকেট হারানোর পরও লিটন ইতিবাচক ব্যাটিং করেছেন। ৩৯ বলে পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখা। ১৩ ইনিংস পর এই সংস্করণে ফিফটি পেলেন তিনি। সবমিলিয়ে ৫০ বলে করেছেন ৭৬ রান।
পাঁচে নেমে ব্যর্থ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে লোয়ার মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছেন শামীম। ২৭ বলে করেছেন ৪৮ রান করেন তিনি। আর তাতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।