
শেখ হাসিনা। ফাইল ছবি
আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব। এ তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে দুদক। পাশাপাশি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও ফেরানোর চেষ্টা চলছে।
বুধবার (১৪ মে) গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে একটি প্রত্যর্পণ চুক্তি হয়েছিল। সে চুক্তির আওতায় ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার অনুরোধ করা যেতে পারে। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন>>>‘ডলারের দাম এখন থেকে ঠিক করবে বাজার’
এ সময় তিনি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরানো নিয়েও কথা বলেন। তার বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। তার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলাগুলোর তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে।
এর আগে চলতি বছরের ২৩ এপ্রিল দুদকের পক্ষ থেকে জানানো হয়, দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগনি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।