Apan Desh | আপন দেশ

আ. লীগের ঝটিকা মিছিল থেকে ১১ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:০৬, ১৮ মে ২০২৫

আপডেট: ২০:১২, ১৮ মে ২০২৫

আ. লীগের ঝটিকা মিছিল থেকে ১১ নেতাকর্মী গ্রেফতার

গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ১১ জনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১৮ মে) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর রহমান জানান, নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগে গুলিস্তান এলাকা থেকে আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে এ মিছিলটি আয়োজনের চেষ্টা করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়