ফাইল ছবি
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৪০০টির মধ্যে ৩৪৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিনের দরপতনের শীর্ষে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এ কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দর হারানোর তালিকার দ্বিতীয় স্থানে আছে আজিজ পাইপস। এ কোম্পানির শেয়ারদর ৯.৮৪ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, যার শেয়ারদর ৯.৭০ শতাংশ কমেছে।
অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এস্কয়ার নিট, নিউলাইন ক্লোথিংস, ইনডেক্স এগ্রো, মুন্নু ফেব্রিকস, সিলভা ফার্মা এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































