Apan Desh | আপন দেশ

পাকিস্তানের চিঠির পর বৈঠকে আইসিসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ২১ জানুয়ারি ২০২৬

পাকিস্তানের চিঠির পর বৈঠকে আইসিসি

ছবি: আপন দেশ

বাংলাদেশের দাবিকে ন্যায্য বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । এ মর্মে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) একটি চিঠিও দিয়েছে পিসিবি। এরপরই আইসিসি একটি বৈঠক ডেকেছে।

বুধবার (২১ জানুয়ারি) ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

এ বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধ নিয়ে আলোচনা হবে। বিসিবি চেয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে তাদের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেয়া হোক।

তবে এ বৈঠক পিসিবির চিঠির কারণে ডাকা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২০২৬ বিশ্বকাপের আর বাকি ১৭ দিন। ঠিক এ সময়ে এসেও বাংলাদেশের বিশ্বকাপে খেলা অনিশ্চিত। কারণ নিরাপত্তার শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতে চাইছে না বাংলাদেশ। 

এরপর থেকেই চলছে নানা আলোচনা। আইসিসি আর বাংলাদেশ দুই পক্ষই তাদের যুক্তিতে অনড়। যার ফলে এখনো নিশ্চিত হয়নি বাংলাদেশ বিশ্বকাপে খেলার বিষয়টি।

আরও পড়ুন <<>> বাংলাদেশের সমর্থনে আইসিসিকে পাকিস্তানের চিঠি

এদিকে বাংলাদেশের দাবিকে ন্যায্য বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে বিষয়েই আইসিসিকে একটি চিঠিও দিয়েছে পিসিবি। ফলে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার দাবিটা আরও একটু জোর পেল বলা যাচ্ছে।

মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাদ দেয়া হয়। এ ঘটনার পর থেকেই বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। 
আইসিসিকে দুই দফা চিঠিও দিয়েছে বিসিবি। এরপর আইসিসির প্রতিনিধি এসে ঢাকায় বোর্ডের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। তবে কোনো কিছুতেই কোনো ফল আসেনি। 

বাংলাদেশ একপর্যায়ে প্রস্তাব দেয় গ্রুপ বদলের। যে দাবি মেনে নেয়া হলে গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলংকাতেই খেলা সম্ভব হবে দলটির।

তবে আইসিসি এ প্রস্তাবেও রাজি নয়। এরপর ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থা বিসিবিকে একটি সময় বেঁধে দেয়। ২১ জানুয়ারির মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা, জানায় ক্রিকইনফো। যদিও বিসিবি বিষয়টি অস্বীকার করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়