ফাইল ছবি
গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মোস্তাফিজুর রহমান। জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক সাফল্যের সুবাদে উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত বছর ম্যাচের সংখ্যা ছিল বেশি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগের সব স্বীকৃত টি-টোয়েন্টির পারফরম্যান্স বিবেচনায় নিয়ে একাদশটি নির্বাচন করেছে উইজডেন।
২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে মোস্তাফিজের বোলিং গড় ছিল ১৮.০৩, যা ছিল এক কথায় অনবদ্য। কোনো পেসারই তার মতো মিতব্যয়ী ছিলেন না।
স্ট্রাইক রেটে শুধু জেসন হোল্ডার এগিয়ে ছিলেন। রান আটকে রাখার পাশাপাশি নিয়মিত উইকেটও পেয়েছেন তিনি।
আরও পড়ুন <<>> বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান
স্বীকৃত টি-টোয়েন্টিতে গত বছর ৪৩ ইনিংসে মোস্তাফিজ নেন ৫৯ উইকেট। ওভারপ্রতি রান দেন মাত্র ৬.৭৮, স্ট্রাইক রেট ১৫.৯। ১৫৬.৫ ওভার বোলিংয়ে ১১ রানে ৩ উইকেট ছিল তার সেরা বোলিং।
উইজডেনের একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। স্পিনে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী। পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গে আছেন জ্যাকব ডাফি। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন স্যাম কারেন ও জেসন হোল্ডার।
উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি-টোয়েন্টি একাদশ:
অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































