Apan Desh | আপন দেশ

বিপিএল

হৃদয়ের সেঞ্চুরিতে ঢাকা পড়ল ইসাখিল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৪৬, ১৮ জানুয়ারি ২০২৬

হৃদয়ের সেঞ্চুরিতে ঢাকা পড়ল ইসাখিল

ছবি: আপন দেশ

সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে বিপিএলে ইতিহাস গড়লেন হাসান ইসাখিল। প্রথম আফগান ব্যাটার হিসেবেও করলেন সেঞ্চুরি। তবু রঙিন এ দিনটি জয় দিয়ে রাঙাতে পারল না নোয়াখালী এক্সপ্রেস। হৃদয়ের সেঞ্চুরিতে হার দিয়েই শেষ হলো তাদের বিপিএল অভিযান। রংপুর রাইডার্স নিয়েছে আগের ম্যাচের পরাজয়ের মধুর প্রতিশোধ।

আগের দেখায় নোয়াখালীর কাছে হেরেছিল রংপুর। এবার সে হতাশা মুছে দিল তাওহীদ হৃদয়ের বিধ্বংসী সেঞ্চুরি। তার ব্যাটেই দারুণ জয় পেয়েছে রংপুর।

টস হেরে ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু করে নোয়াখালী। পাওয়ারপ্লের শেষ ওভারে ৩২ রানে আউট হন রহমত আলী। চার রান পর সাজঘরে ফেরেন জাকের আলী অনিকও।

চাপের মধ্যেই ইনিংস গুছিয়ে নেন হাসান ইসাখিল ও অধিনায়ক হায়দার আলী। শুরুতে সাবধানে খেলেন ইসাখিল। সেট হওয়ার পর আক্রমণে যান। হায়দারও উইকেট বুঝে রান তুলতে থাকেন।

৪টি চার ও ১০টি ছক্কায় ৭০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ইসাখিল। বিপিএলে এটি প্রথম কোনো আফগান ব্যাটারের শতক। আগের ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি পাননি তিনি। এবার আর সুযোগ হাতছাড়া করেননি মোহাম্মদ নবীর ছেলে।

সেঞ্চুরিতে বড় অবদান রাখেন হায়দার আলীও। দুজনে মিলে গড়েন ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি।

নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৩ রান তোলে নোয়াখালী। ৭২ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন ইসাখিল। ৩২ বলে ৪২ রান করেন হায়দার। রংপুরের হয়ে একটি করে উইকেট নেন নাহিদ রানা ও আলিস আল ইসলাম।

আরও পড়ুন <<>> বিশ্বকাপ বাছাইয়ে দুরন্ত সূচনা জ্যোতিদের 

জবাবে উড়ন্ত সূচনা পায় রংপুর। ডেভিড মালান ও তাওহীদ হৃদয় যোগ করেন ৭৮ রান। ১৭ বলে ১৫ রান করে মালান আউট হলে ভাঙে ওপেনিং জুটি।

এরপর একাই ম্যাচের নিয়ন্ত্রণ নেন হৃদয়। ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে সৃষ্টিকর্তাকে সিজদার মাধ্যমে কৃতজ্ঞতা জানান। ৬৩ বলে ১০৯ রানের ইনিংসে মারেন ১৫টি চার ও ২টি ছক্কা হাঁকান হৃদয়।

১৯তম ওভারে আউট হয় হৃদয়। যদিও তার আগেই জয় নিশ্চিত হয়ে যায় রংপুরের। এটি টুর্নামেন্টে ষষ্ঠ জয়।

শেষদিকে লিটন খুশদিক শাহকে নিয়ে জয় নিশ্চিত করেন অধিনায়ক। ৩৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি। রংপুর জেতে ৮ উইকেট ও ২ বল হাতে রেখে।

আপন দেশ/এসএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষাপ্রতিষ্ঠানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার নির্দেশ দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান তিন কারণে নির্বাচন কমিশনে অবস্থান ছাত্রদলের শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল নির্বাচন কমিশনে চলছে শেষ দিনের আপিল শুনানি ৩ দিন যেসব এলাকায় ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না বাংলাদেশের সঙ্গে গ্রুপ পাল্টাতে রাজি না আয়ারল্যান্ড গ্রিনল্যান্ড দখলে বাঁধা, আট দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের