বাংলাদেশ নারী ক্রিকেট দল
চলতি বছরে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। তার আগে নেপালে শুরু হয়েছে বাছাইপর্বের খেলা। রোববার (১৮ জানুয়ারি) কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে দুরন্ত সূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তোলে। জবাবে যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানেই থেমে যায়।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেন শারমিন আক্তার। মাত্র ৩৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন তিনি। শুরুতে দিলারা আক্তার ৮ বলে ১৭ রান করে দ্রুত ফেরেন, তবে তিনে নেমে ম্যাচের গতি ধরে রাখেন শারমিন। অধিনায়ক নিগার সুলতানা ২ রানে বিদায় নিলেও শেষদিকে সোবহানা মোস্তারি ২৯ বলে ৩২ এবং স্বর্ণা আক্তার ১২ বলে ১৬ রান করে দলকে লড়াকু পুঁজিতে নিয়ে যান।
আরও পড়ুন<<>>বাংলাদেশের সঙ্গে গ্রুপ পাল্টাতে রাজি না আয়ারল্যান্ড
১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্রের ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৪২ রানের জুটি গড়েন। কিন্তু রাবেয়া খানের উইকেটের পর নিয়মিত বিরতিতে ভাঙতে থাকে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন। ১ উইকেটে ৫৭ রান থেকে স্কোর দ্রুত নেমে আসে ৬ উইকেটে ৭৯ রানে।
শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করে কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট হয়নি। বল হাতে ম্যাচের সেরা নাহিদা আক্তার—১৮তম ওভারে একাই তিন উইকেটসহ মোট ৪ উইকেট নেন। রাবেয়া খান নেন দুটি উইকেট।
১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের সেরা তিন দল যাবে সুপার সিক্সে। সেখান থেকে শীর্ষ চার দল পাবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় মূল বিশ্বকাপের টিকিট।
গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নামিবিয়া। বাংলাদেশের পরের ম্যাচ ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনির বিপক্ষে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































