ছবি : নুরুল হাসান সোহান ও লিটন কুমার দাস
টানা চার ম্যাচ হারের পর অধিনায়ক পদ থেকে সরে গেলেন নুরুল হাসান সোহান। টুর্নামেন্টের মাঝ পথে রংপুর রাইডার্সের হাল ধরবেন দেবেন লিটন কুমার দাস।
এবারের বিপিএলে সেরা ছন্দে নেই রংপুর। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৪ জয়ে টেবিলের চার নম্বরে আছে তারা। প্লে-অফে জায়গা করে নিতে তাদের লড়াই করতে হবে ঢাকা ও নোয়াখালীর বিপক্ষে।
এমন গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়কের পথ থেকে সরে দাঁড়ালেন সোহান। এখন লিটনের নেতৃত্বে কেমন করে রংপুর সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধি
এদিকে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। শেষ তিন আসর ধরে নিয়মিত খেলছে প্লে-অফ। তবে প্লে-অফের বাধা টপকাতে পারেনি তারা।
এবার প্লে-অফে জায়গা করে নেয়াটাই যেন একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য।
বিপিএলের পরিবর্তিত সূচি অনুযায়ী, রংপুর রাইডার্স মাঠে নামবে শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টায়। তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































