Apan Desh | আপন দেশ

দাবি মানলে মাঠে ফিরবেন ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৪৬, ১৫ জানুয়ারি ২০২৬

দাবি মানলে মাঠে ফিরবেন ক্রিকেটাররা

ছবি : আপন দেশ

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত মাঠে ফিরবেন না বলে জানিয়েছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মাদ মিঠুন। তিনি বলেন, আমরা খেলতে চাই। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে নামবো না। বিসিবির সঙ্গে আলোচনা চলছে।

কোয়াবের সভাপতি বলেন, আমরা অবশ্যই খেলতে চাই, তবে আমাদের দাবীগুলা মানার পরে। বিসিবি থেকে সুষ্ঠু সমাধান হলে, আমরা অবশ্যই মাঠে যাব। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর তো একটা লিমিট আছে। এখানে শুধু আমার না, পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে।

এ সময় জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘একটা জিনিস ক্লিয়ার করা উচিত। আমরা খারাপ খেললে অনেকেই বলে আপনারা খারাপ খেলতেছেন আমাদের টাকায়তো আপনারা চলেন, আমরা টাকা দেই বলেইতো আপনারা খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যেই টাকাটা আয় করি তার সর্বোচ্চটা আইসিসি এবং স্পনসর থেকে আসে।

আরও পড়ুন<<>>বিপিএল বয়কট করে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা

মিরাজ আরও বলেন, আজকে ক্রিকেট বোর্ডের যে টাকাটা আছে আমার কাছে মনে হয় যারা জাতীয় দলে প্রথম থেকে এখন পর্যন্ত খেলছে তাদেরও এখানে একটা অংশ আছে। মাঠে খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয় স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না। প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা কিন্তু সরকারকে ট্যাক্স দেই, এবং আমরা যে টাকা পাই সেটা সরকার দেয় না। সেটা স্পন্সর এবং আইসিসি থেকে আসে।

উল্লেখ্য, গতকাল এক অনুষ্ঠানে বিসিবি পরিচালক তথা অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম বলেছিলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’

এরপর ক্রিকেটাররা দাবি জানান, এ পরিচালক পদত্যাগ করা না পর্যন্ত তারা মাঠে নামবেন না। যে কারণে আজকের বিপিএল ম্যাচ দুটি অনুষ্ঠিত হচ্ছে না। দুপুরে এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেটাররা তাদের দাবিতে অনড়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজমুল ইসলাম পদত্যাগ করেননি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়