Apan Desh | আপন দেশ

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব: মঈন আলি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪০, ১০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৪০, ১০ জানুয়ারি ২০২৬

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব: মঈন আলি

ছবি: আপন দেশ

আগের দলে বিশ্বমানের কয়েকজন খেলোয়াড় থাকলেও বর্তমান সে মানের খেলোয়াড়ের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট টাইটান্সের ইংলিশ ক্রিকেটার মঈন আলি।

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। বিপিএলের এবারের আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলি। 

আরও পড়ুন<<>>বাংলাদেশ ইস্যুতে যা জানাল ভারতীয় বোর্ড

মঈন বলেন, আমার মনে হয়, আগে হয়তো দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল—যেমন তামিম, সাকিব। তারা বড় খেলোয়াড় ছিল। শুধু বিশ্বমানের খেলোয়াড় হওয়া নয়, তাদের ক্যারেক্টারও খুব ভালো ছিল। তারা ফাইটার ছিল, আর যেভাবে খেলত, তারা ছিল মানসম্পন্ন খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে এ দুজনকে পাওয়াটা বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল।

বর্তমান দল প্রসঙ্গে মঈন আলী কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরে বলেন, এখন আমার মনে হয়, ভালো খেলোয়াড় বেশি আছে, কিন্তু সে লেভেলের খেলোয়াড় নেই। এটাই এখন পর্যন্ত মূল সমস্যা। মানে, একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু এ মুহূর্তে সে বিশ্বমানের খেলোয়াড়রা নেই।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়