Apan Desh | আপন দেশ

গেমিং জগতের কিংবদন্তি কল অব ডিউটি’র স্রষ্টা ভিন্স জাম্পেলা মারা গেছেন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৩, ২৪ ডিসেম্বর ২০২৫

গেমিং জগতের কিংবদন্তি কল অব ডিউটি’র স্রষ্টা ভিন্স জাম্পেলা মারা গেছেন

ভিন্স জাম্পেলা।

বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে ‘কল অব ডিউটি’র স্রষ্টা ভিন্স জাম্পেলা। গেমিং জগতের এ নক্ষত্রের পতন হয়েছে। গেমারদের কাঁদিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভিন্স জাম্পেলা।

জানা গেছে, গত রোববার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাইওয়েতে ভিন্সের ব্যবহৃত ফেরারি মডেলের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে; এ সময় প্রাণ হারান তিনি। মৃত্যুকালে ভিন্সের বয়স হয়েছিল ৫৫ বছর।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার সময় মহাসড়কে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা দেয়, মুহূর্তেই আগুন ধরে যায়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল পুলিশ এক বিবৃতিতে জানায়, গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে পুরোপুরি ছাই হয়ে যায়। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় ভিন্স জাম্পেলাসহ আরও একজনের।
 
উল্লেখ্য, ২০০৩ সালে জেসন ওয়েস্ট ও গ্রান্ট কলিয়ারের সাথে মিলে ‘কল অব ডিউটি’ তৈরি করেন ভিন্স জাম্পেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এ গেমটি এখন পর্যন্ত ৫০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়