Apan Desh | আপন দেশ

বিপিএল নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ২৪ ডিসেম্বর ২০২৫

বিপিএল নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ছবি : আপন দেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে সমালোচনার মুখে পরেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এ বছর যেন কোনো বিতর্কিত কিছু না ঘটে সেদিকে খেয়াল রাখছে বোর্ড। যদিও আগেরবার যে কমিটি ছিল, এবার তাদের অধিকাংশ নেই। 

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন কমিটি বিসিবির দায়িত্ব নিয়েছে। বিতর্কমুক্ত বিপিএল উপহার দেয়াই তাদের লক্ষ্য। তবে এতে রয়েছে নানা চ্যালেঞ্জ। বুলবুল মনে করেন বিপিএল আয়োজনের মাধ্যমে জাতীয় দলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব সম্পন্ন হবে। তিনি সরাসরি প্রস্তুতি না বললেও, টি-টোয়েন্টি ফরম্যাটের প্রস্তুতি যে নেয়া সম্ভব, সে কথা স্পষ্ট করেছেন।

বিসিবি সভাপতি বলেন, দুটি লক্ষ্য এবার বিপিএলের— একটা হচ্ছে একটা সুষ্ঠ এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে বিপিএলের পরেই আমাদের টি-টোয়েন্টি আইসিসি বিশ্বকাপ আছে সেটার জন্য আমরা সরাসরি প্রস্তুতি না হলেও এ ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারব।

আরও পড়ুন<<>>বিপিএলে অধিনায়কের নাম ঘোষণা রাজশাহীর

খেলাটিকে সুন্দরভাবে মাঠে আয়োজন করতে নিরাপত্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে দাবি বুলবুলের, আমাদের কাজ হচ্ছে খেলা পরিচালনা করা। আমাদের কাজ হচ্ছে খেলাটা মাঠে খেলা সুন্দরভাবে যেন আমরা আয়োজন করতে পারি। আমাদের অনেক স্টেকহোল্ডার আছে, আমাদের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী যে ডিপার্টমেন্টগুলো আছে শ্রদ্ধার সঙ্গে তাদের যে অবদান সেটা আমরা অনুসরণ করছি এবং তাদের নির্দেশ আমরা অনুসরণ করছি। পরিস্থিতি অনুযায়ী আমরা ওই নির্দেশ অনুযায়ী কাজ করব। তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি।

বিপিএল গভর্নিং কাউন্সিল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ফ্র্যাঞ্চাইজিদের তাদের দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে, এখনো তো বিপিএল শুরুই হয়নি। এখানে আমাদের কিছু ভূমিকা থাকে, ফ্র্যাঞ্চাইজির কিছু ভূমিকা থাকে। তো বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা আমাদের আছে, সেটা আমরা অনুসরণ করছি এবং দেখছি। তবে ফ্র্যাঞ্চাইজিদের যে ভূমিকা আছে সে ভূমিকাগুলো তাদের নজর করা উচিত এবং তাদেরকে সেভাবে নির্দেশনা দেয়া হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়