Apan Desh | আপন দেশ

নেশনস লিগে খেলবেন হামজা-জামালরা 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ২২ ডিসেম্বর ২০২৫

নেশনস লিগে খেলবেন হামজা-জামালরা 

ছবি: বাফুফে

২০১৮ সালে নেশনস লিগ চালু করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এ লিগের উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলোর জন্য আরও বেশি অর্থবহ ও প্রতিযোগিতামূলক ম্যাচের সুযোগ সৃষ্টি করা। এশিয়ান ফুটবল কনফেডারেশন্সও (এএফসি) সে পথেই হাটছে। এতে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের ম্যাচ বাড়বে।

এশিয়ার জাতীয় ফুটবল দলগুলোর প্রতিযোগিতার মান ও বাণিজ্যিক সুযোগ বাড়ানোর লক্ষ্যে নতুন ‘এএফসি নেশনস লিগ’ চালুর ঘোষণা দিয়েছে এএফসি। এক বিবৃতিতে কুয়ালালামপুরভিত্তিক সংস্থাটি জানায়, এ নতুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে, যদিও এখনো শুরু হওয়ার নির্দিষ্ট সময় জানানো হয়নি।

এএফসি জানিয়েছে, ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোগুলো ব্যবহার করেই নেশনস লিগ আয়োজন করা হবে। এতে করে জাতীয় দলগুলোর জন্য অতিরিক্ত সূচি চাপ ছাড়াই নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুন<<>>সৌদির লোভনীয় প্রস্তাবে বিসিবির না

এএফসির মহাসচিব উইন্ডসর জন বলেছেন, এএফসি নেশনস লিগ আমাদের ৪৭টি সদস্য সংস্থার উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। একটি কাঠামোবদ্ধ প্রতিযোগিতা প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে আমরা জাতীয় দলগুলোর জন্য মানসম্মত ম্যাচ খেলার ধারাবাহিক সুযোগ নিশ্চিত করতে চাই, একই সঙ্গে লজিস্টিক ও ব্যয়সংক্রান্ত চ্যালেঞ্জও মোকাবিলা করতে চাই।

এএফসির সদস্যদেশ ৪৭টি হলেও বর্তমানে ফিফা র‍্যাংকিয়ে রয়েছে ৪৬টি দেশের নাম। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড এ তালিকায় নেই। সর্বশেষ র‍্যাংকিয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৬ নম্বরে।

উয়েফার মতো যদি এএফসি চার স্তরের নেশনস লিগ চালু করে, তাহলে বাংলাদেশকে খেলতে হতে পারে তৃতীয় বা চতুর্থ স্তরে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওপরে ওঠার সুযোগ থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়