Apan Desh | আপন দেশ

হামজায় অনুপ্রাণিত মারিয়া মান্দা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ৩ ডিসেম্বর ২০২৫

হামজায় অনুপ্রাণিত মারিয়া মান্দা

ছবি: বাফুফে

ত্রিদেশীয় ট্রায়াঙ্গুলার সিরিজে জয়ের নাগাল পায়নি বাংলাদেশ দল। এশিয় প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেও হেরেছে লাল সবুজের মেয়েরা। তবে আজারবাইজানের বিপক্ষে গোল পেয়েছে স্বাগতিকরা। একমাত্র করেছেন মারিয়া মান্দা। কিন্তু শেষ দিকে এসে হার এড়ানো যায়নি। আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।

এ ম্যাচ হারলেও স্বাগতিক দলের পারফরম্যান্স ছিল আশাজাগানিয়া। দলের পেক্ষ একমাত্র গোলটি করেছেন মারিয়া মান্দা। আর ম্যাচশেষে গোলদাতা মারিয়া মনে করালেন হামজা চৌধুরীর কথাও।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচশেষে মিডফিল্ডার মারিয়া মান্দা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভারতের বিপক্ষে হামজা ভাই যখন গোল দিয়েছিল, খুব ভালো লেগেছিল।

আরও পড়ুন<<>>রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

তিনি বলেন, আমাদের সবসময় প্র্যাকটিস থাকে কীভাবে গোল করতে হবে। তো চেষ্টা করেছি এবং হয়ে গেছে।

আজারবাইজানের কাছে এক গোল খেয়ে হতোদ্যম হয়নি বাংলাদেশ। মারিয়া এর রহস্য জানাতে গিয়ে বলেন, আসলে  অনেক সময় কিন্তু আপনার গোল খাওয়ার পরে কিন্তু টিম একটু ডাউন হয়ে যায়। কিন্তু আমাদের টিম ডাউন হয়নি। আর তাছাড়াও আমাদের বাইরে আমাদের সাপোর্টাররা ছিল। সাপোর্টের জন্য আমরা আবার কামব্যাক করেছি এবং গোল দেয়ার চেষ্টা করেছি।

জাতীয় দলে নিজের প্রথম গোল নিয়ে কলসিন্দুরের এ ফুটবলার  বলেন, জাতীয় দলের হয়ে এবারই প্রথম গোলের দেখা পেলেন মারিয়া, হ্যাঁ (ক্যারিয়ারের সেরা গোল)। আমি এ প্রথম আমি সিনিয়রে টিমের হয়ে গোল করেছি। তো ওই হিসেবেই আমার... চেষ্টা করেছি আমাদের সেরাটা দেয়ার। তো খেলার পরিস্থিতিতে আসলে গোল হয়ে যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়