ছবি: সংগৃহীত
লা লিগার ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার (০৩ ডিসেম্বর) রাতে কিলিয়ান এমবাপ্পেদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাওর। এ ম্যাচে জিতলে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাবে লস ব্লাঙ্কোসদের।
লিগে সবশেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল। অপরদিকে শেষ তিন ম্যাচে দুই জয় আছে বিলবাওর। প্রতিপক্ষের মাঠে তাই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এমবাপ্পে-ভিনিসিয়ুসরা।
আরও পড়ুন<<>>জাহানারাকে যৌন হেনস্তা, তদন্ত কমিটির মেয়াদ বৃদ্ধি
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এদিকে, লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-১ ব্যবধানে হারিয়ে নিজেদের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে বার্সেলোনা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































