ছবি: সংগৃহীত
দেশের নারী ক্রিকেটের ইতিহাসে সেরা সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করে স্বপ্ন বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছিল টাইগ্রেসরা। কিন্তু পরের পাঁচ ম্যাচে আর জয়ের দেখা পায়েনি নিগার সুলতানা জ্যোতির দল। ফলে আশা ভঙ্গের বেদনা নিয়ে ফিরতে হচ্ছে তাদের। তবে পাকিস্তানের ওপরে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে লাল সবুজের প্রতিনিধিরা।
ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় একেবারে তলানিতে পড়া থেকেও বেঁচে গেছে জ্যোতিরা। রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। আগের বিশ্বকাপের রেকর্ড স্পর্শ করতে এ ম্যাচে জয়ের প্রয়োজন ছিল। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে দুটি জয়ই ছিল তাদের সেরা সাফল্য। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। এক জয়, পাঁচ হার ও একটি পরিত্যক্ত ম্যাচ নিয়ে তিন পয়েন্টে সপ্তম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। নেট রান রেটে পিছিয়ে থাকায় সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে পাকিস্তান।
আরও পড়ুন<<>>জ্যোতিদের বিশ্বকাপ মিশন শেষ হচ্ছে আজ
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করেছে বাংলাদেশ। ম্যাচের পরিধিও কমে আসে ২৭ ওভারে। একাধিকবার খেলা থামায় ব্যাটারদের ছন্দে প্রভাব পড়ে। ৯ উইকেটে ১১৯ রান তোলে লাল-সবুজরা। দলের পক্ষে ৫৩ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার, সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২১ বলে ২৬ রান।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৪ বলে ৯ রানে রানআউট হন। শারমিন ও সোবহানার ৩৮ রানের জুটি কিছুটা স্থিতি আনলেও পরে রাধা যাদবের আঘাতে ৩ উইকেটে ৯১ রান থেকে ধসের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ১১৭ রানে হারায় নবম উইকেট! রাধা ৩০ রানে নেন ৩টি উইকেট।
তার পর বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ১২৬ রান। জবাবে ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলে স্বাচ্ছন্দ্যেই এগোচ্ছিল স্বাগতিকরা। ঠিক তখনই নামে বৃষ্টি। তার পর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































