Apan Desh | আপন দেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৯, ২৩ অক্টোবর ২০২৫

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

উভয় দলই একটি করে জয় পাওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিনত হয়েছে। সিরিজ নির্ধারণী এ ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি। রিশাদ হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে শ্বাসরুদ্ধকর জয় পেয়ে সমতা ফেরা ওয়েস্ট ইন্ডিজ।  

দুই ম‍্যাচেই দারুণ দাপট ছিল স্পিনারদের। তাই স্পিনাদের আরেকটি লড়াই দেখা যেতে পারে সিরিজ নির্ধারণী তৃতীয় ম‍্যাচে।

এদিন দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। সুপার ওভারে জয় পাওয়া দলের উপরই ভরসা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। আলিক আথানেজসহ দলে স্পিনার পাঁচ জন। প্রয়োজনে লেগ স্পিন করতে পারেন আকিম ওগিস।

আরও পড়ুন<<>>বিশ্ব সেরার তালিকায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

অপরদিকে হেরে যাওয়া ম‍্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। এক পেসার ও অলরাউন্ডারসহ চার স্পিনার খেলছে স্বাগতিকরা। প্রথম ম‍্যাচে সহজ জয়ের দ্বিতীয়টিতে সুপার ওভারে হার। ব‍্যর্থতার বৃত্তে থাকা বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ তৃতীয় ম‍্যাচে। 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসার মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।  

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, , জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, আকিম অগাস্ট, গুডাকেশ মোটি, খ্যারি পিয়েরে ও আকিল হোসেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়