Apan Desh | আপন দেশ

জ্যোতিদের বিশ্বকাপ মিশন শুরু 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:৩৩, ২ অক্টোবর ২০২৫

জ্যোতিদের বিশ্বকাপ মিশন শুরু 

ফাইল ছবি

ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়েছে মেয়েদের আইসিসি ওয়ানেড বিশ্বকাপ। বৃহস্পতিবার (০২ অক্টোবর) মাঠে নামলেন নিগার সুলতানা জ্যোতিরা। কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলমুখোমুখি হয়েছে পাকিস্তানের। টস হেরে ফিল্ডিং করছে লাল সবুজের প্রতিনিধিরা।

পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা টস জিতে প্রথমে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তিনি বলেন, উইকেটটা বেশ ভালো দেখাচ্ছে। ব্যাটিংয়ের জন্য উপযোগী মনে হচ্ছে। আমরা চাই ভালো ক্রিকেট খেলতে। বিশ্বকাপে প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ। তবে আমরা বাংলাদেশকে কোয়ালিফায়ারে খেলেছি, যদি নিজেদের খেলা খেলতে পারি তবে যে কাউকেই হারানো সম্ভব।

পাকিস্তান অধিনায়ক জানান, তাদের দলে তিনজন নতুন মুখ আজ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছেন।

আরও পড়ুন<<>>রাতে বাংলাদেশের আফগানিস্তান ‘পরীক্ষা’

টস জিতে প্রথমে ব্যাট করতো বাংলাদেশও। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, আমরা টসে জিতলেও প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিতাম। উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ মনে হচ্ছে। আমরা অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছি। ফিটনেস ও স্কিলের জন্য বহু ক্যাম্প করেছি। শারীরিক ফিটনেস বজায় রাখার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টাও করছি।

সাম্প্রতিক সময়ে একে অপরের বিপক্ষে ওয়ানডেতে সমান সমান পারফরম্যান্স করেছে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দল। শেষ চার দেখায় দুই দল জিতেছে দুটি করে ম্যাচ। এর মধ্যে বাংলাদেশের একটি জয় এসেছিল সুপার ওভারে। 

চলতি বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত নারীদের বিশ্বকাপ বাছাই পর্বেও মুখোমুখি হয়েছিল তারা। লাহোরে সে ম্যাচে পাকিস্তানের হয়ে মুনিবা আলী, সিদরা আমিন ও আলিয়া রিয়াজ গুরুত্বপূর্ণ অবদান রাখেন ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে। এবার তারা মুখোমুখি হচ্ছে বড় মঞ্চে নারী বিশ্বকাপের মূল পর্বে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়