
বাংলাদেশ অধিনায়ক জাকের আলি ও আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান
সদ্য সমাপ্ত এশিয়া কাপে তৃতীয় হয়েছে বাংলাদেশ দল। সুযোগ ছিল ফাইনালে খেলারও। কিন্তু সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ব্যাটারদের ব্যার্থতায় সেটি কাজে লাগাতে পারেনি টাইগাররা। এশিয়ার ‘বিশ্বকাপ’ শেষ হলেও দেশে ফেরেনি বাংলাদেশ দল। কারণ, সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দুটি সিরিজ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। শারজায় রাত ৯টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রশিদ খানের দলের মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাঠে নামছেন জাকের আলি। নিয়মিত অধিনায়ক লিটন দাস এখনও চোটমুক্ত নন।
বুধবার (০১ অক্টোবর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জাকের বলেন, নেতৃত্ব নিয়ে বাড়তি কিছু ভাবছি না। স্বাভাবিক আছি, শুধু পরের ম্যাচে ভালো খেলার দিকে মনোযোগ দিচ্ছি। আসল জিনিস হলো ম্যাচ জেতা। এ সিরিজে আমাদের লক্ষ্য একটাই, জয়।
আরও পড়ুন<<>>বিসিবি পরিচালক হলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর
এশিয়া কাপের আগে ইংলিশ পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে এর সুফল পায়নি। জাকের অবশ্য উডের কাঁধে দোষ চাপাচ্ছেন না, উড আমাদের সঙ্গে ভালোভাবেই কাজ করেছেন। কিন্তু আমরা মাঠে সেটা কাজে লাগাতে পারিনি। পারিনি মানে দায় আমাদেরই। উনার দোষ দিয়ে লাভ নেই। কোচের কাজ ঠিক ছিল, তবে খেলোয়াড়রা ডেলিভার করতে পারেনি।
এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সফল ছিলেন সাইফ হাসান। আফগান সিরিজেও তার ব্যাটের দিকে তাকিয়ে জাকের, সাইফ খুব ভালো খেলেছে। আশা করি এ সিরিজেও ও বড় রান করবে, অন্যরাও রান করবে। তাহলে সিরিজটা আমাদের জন্য ভালো যাবে।
এ সিরিজের চ্যালেঞ্জ নিয়ে জাকের জানালেন, চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা অবশ্যই দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।