Apan Desh | আপন দেশ

যুব মুসলিম লীগের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

যুব মুসলিম লীগের কমিটি ঘোষণা

ছবি: আপন দেশ

ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী জিন্নাহ মানিককে সভাপতি, শফিকুল ইসলাম জাবেদকে সাধারণ সম্পাদক ও মুফতি ছরোয়ার বিন কাসেমকে সিনিয়র সহ-সভাপতি করে ৪৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে যুব মুসলিম লীগ সভাপতি মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে নবগঠিত বাংলাদেশ যুব মুসলিম লীগ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি অ্যাডভোকেট মহসীন রশিদ। প্রধান বক্তা হিসেবে দলের মহাসচিব কাজী আবুল খায়ের উপস্থিত ছিলেন।

আরওপড়ুন<<>>‘সরকারকে আমরা টিকিয়ে রেখেছি নির্বাচনের জন্য’

এছাড়া আরও বক্তব্য দেন- এফডিপি সভাপতি ড. এ.আর খান, দলীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ আব্দুল হান্নান নূর, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন চৌধুরী ও শেখ এ সবুর, কেন্দ্রীয় নেতা রুবেল বিন গাফফার, মাকসুদুর রহমান, মাহবুবুর রহমান ভূঁইয়া, মামুনুর রশীদ, ক্যাপ্টেন আনিসুর রহমান মাস্টার, মুঞ্জুরুল ইসলাম, রায়হান খান প্রমুখ।

 যুব মুসলিম লীগ কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিয়ে প্রধান অতিথি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, যুবকরাই দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ন্ত্রণ করবে। তিনি রাষ্ট্র পরিচালনার জন্য যুবকদের প্রস্তুতি গ্রহণের আহবান জানান। 

প্রধান বক্তার বক্তব্যে মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে মুসলিম জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শন ঘরে ঘরে পৌঁছে দিয়ে মুসলিম জাতিসত্তার পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য যুবনেতাদের আহবান জানাই।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়