
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। তার আগে প্রস্তুতির জন্য নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে একটি খেলতে পারলেও দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেনি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তার আগে নেপালে শুরু হয় জেন জি আন্দোলন।
তবে ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব ২৩ বাছাই ফুটবলে খেলেছে বাংলাদেশ দল। সে দলে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। দুর্দান্ত পারর্ফম করেছেন তিনি। সবার দৃষ্টি কেড়েছেন এ প্রবাসী ডিফেন্ডার। তাকে নিয়ে হংকংয়ের বিপক্ষে স্বপ্ন দেখছে বাফুফে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফর্টিস এফসির হয়ে অনুশীলন করার কথা রয়েছে তার।
আরও পড়ুন<<>> পিছু হটলো আইসিসি, ক্ষমা চাইলেন পাইক্রফট
২৩ বছর বয়সী জায়ানকে নিয়ে আশাবাদী বাফুফে। আগামী মাসে হংকংয়ের বিপক্ষে তাকে দলে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বলেছেন, জায়ান ভালো একজন ডিফেন্ডার। ও ঢাকায় রয়েছে। তাই আমাদের ক্লাবে থেকে অনুশীলন করবে। বৃহস্পতিবার থেকে ক্লাবে আসার কথা, ওর মধ্যে জাতীয় দলে খেলার সব যোগ্যতা রয়েছে। ভিয়েতনামে জায়ান ভালো খেলেছে।
বাফুফের সদস্য গোলাম গাউসও আশাবাদী, জায়ান সবগুলো ম্যাচে দারুণ খেলছে। আমরা মাঠ থেকে ওর পারফরম্যান্স দেখেছি। লেফট ব্যাক পজিশনে বেশ আত্মবিশ্বাসী একজন খেলোয়াড়। এখন সামনের দিকে জায়ানকে সিনিয়র দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।